করোনা নেগেটিভ, জন্মদিনে পার্টি করবেন না সালমান

  
    

প্রশান্তিকা ডেস্কঃ খবরটি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলো বলিউডে। সালমান খানের গাড়ির চালক ও গৃহপরিচারিকা করো’নায় আ’ক্রান্ত হয়ে হাসপাতা’লে ভর্তি হয় সম্প্রতি। তাদের সংস্প’র্শে থাকায় সালমান ও তার পরিবারের সদস্যরা আইসোলেশনে রয়েছেন। তাদের করো’না হয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়েছে।
সেখানে সবারই করো’না নেগেটিভ এসেছে বলে ভা’রতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে। এই খবরটি স্বস্তি দিয়েছে সালমান ভক্তদের।
এদিকে জানা গেল, প্রতিবারের মতো এবার জন্ম’দিন নিয়ে কোনো আয়োজন করবেন না যেখানে লোক সমাগমের সম্ভাবনা রয়েছে।

প্যানভেলের ফার্ম হাউসে জন্ম’দিন নিয়ে নানা আয়োজন করেন বলিউডের ভাইজান। তবে তার ঘনিষ্ঠ এক বন্ধু ভা’রতীয় গণমাধ্যমে জানিয়েছেন, করো’নার কারণে চলতি বছর কোনো পার্টি আয়োজন করবেন না সালমান। ২৭ ডিসেম্বর তার জন্ম’দিনে থাকছে না কোনো আয়োজনই।

শুধু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটবেন। যেমনটা হয়েছে দিন কয়েক আগে সালমানের বাবা-মায়ের বিবাহবার্ষিকী’র আয়োজন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments