করোনা ভাইরাসে প্রথম অস্ট্রেলিয়ানের মৃত্যু

  
    
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম অস্ট্রেলিয়ানের মৃত্যু।

প্রশান্তিকা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রথম এক অস্ট্রেলিয়ান নাগরিক। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের একটি হাসপাতালে আজ রোববার ভোরে তিনি মারা যান। আজ অস্ট্রেলিয়ার সকল টেলিভিশন ও মিডিয়া তার মৃত্যুর খবরটি প্রচার করছে।

জানা গেছে, ৭৮ বছর বয়সী নাগরিক স্যার চার্লস গার্ডনার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রীও করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত। তাদেরকে ডারউইন থেকে উদ্ধার করা হয়েছে। স্ত্রী সহ ওই নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হন ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে। প্রায় ৩৭০০ আরোহী নিয়ে জাহাজটি সমুদ্রে রয়েছে। তারমধ্যে ১৬৪ জন অস্ট্রেলিয়ান ছিলেন। তার স্ত্রী পার্থের একটি হাসপাতালে অন্তরীন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাদের কোন নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী গ্রেগ হান্ট এই মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু চীন নয় এখন থেকে ইতালি গমনেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। চীনের বাইরে ইতালিতে এখন বেশি মাত্রায় কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত সেখানে ১১০০ এর বেশি আক্রান্ত এবং ২৯ জন মারা গেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments