কাতর পৃথিবী
যে পৃথিবী দিয়েছে শুধুই চায়নি কিছুই বিনিময়ে, তার মুমূর্ষতা, কাতর গোঙানি তুমি শুনেছিলে কি?
কষ্টের পাহাড় নিয়ে সে পৃথিবী জয়ী না হওয়া কান্নার বেড়ি পরা, মানুষের অধিকার নষ্ট করা মানুষ দেখো আজ সব মূল্যহীন কিনা। আজ তো নেই কোন শব্দ দূষণ , আকাশটাও খুব নীল ঠিকরানো আলোয়।
একা হয়ে যাও আজ
দূরত্ব আর নৈকট্যের মাঝে আবছা হয়ে যায় চেনা সে পৃথিবী, পৃথিবীর বিপর্যয় থামিয়েছে সব কোলাহল আজ।
বলে, একা হয়ে যাও, খুব একা, ঠিক আকাশের ঐ একলা তারার মত নিরিবিলি, সুনসান।ধূলো পরা ঐ যে গিটারে সুর তোল আজ, হেলায় পরে আছে বুক সেল্ফে না পড়া বইগুলো তাকিয়ে তোমার দিকে।
একা হয়ে যাও আজ। খুব একা ঠিক ঐ একাকী তারার মত। তাহলে ? তাহলেই বাঁচবে তুমি। বাঁচবে পৃথিবী।
অলংকরণ: আসমা সুলতানা মিতা
