কানাডায় ট্রুডো আবারও প্রধানমন্ত্রী

  
    

প্রশান্তিকা ডেস্ক: কানাডায় উদারপন্থী নেতা জাস্টিন ট্রুডো দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাঁর দল লিবারেল পার্টি জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই। তবুও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

৩৩৮ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০টি আসনের প্রয়োজন। কিন্তু ট্রুডোর লিবারেল পার্টি ১৩টি আসন কম পেয়ে ১৫৭টি আসন পেতে যাচ্ছে। বিরোধীদল কনজারভেটিভ পার্টি ১২১টি আসন পেতে যাচ্ছে। গত নির্বাচনে তারা ৯৫ আসন পেয়েছিলো। ভারতীয় বংশোদভূত জাগমিত শিংয়ের নেতৃত্বে নিউ ডেমোক্রেটিক পার্টি ২৪ আসন পেতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডো

উল্লেখ্য, জাস্টিন ট্রুডো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব সমীহ করেন। আন্তর্জাতিক অঙ্গনে যেখানেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে পান সেখানেই তাঁর সাথে সৌজন্য সাক্ষাত এবং কুশল বিনিময় করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments