প্রশান্তিকা রিপোর্ট: সিডনির কাম্বারল্যান্ড কাউন্সিল এবছর অমর একুশের শহীদ দিবসকে উপজীব্য করে আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। কাউন্সিলের ওয়েন্টওর্থভিল ওয়ার্ডের কাউন্সিলর সুমন শাহা প্রত্যাশা করছেন কাম্বারল্যান্ড কাউন্সিলরের বৃহৎ এলাকার বাঙ্গালী ও অন্য ভাষাভাষীরা তাদের এই উদ্যোগে সাড়া দেবেন এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর সাথে সাথে পৃথিবীর সকল দেশের মাতৃভাষা সংরক্ষনের গুরুত্ব অনুধাবন করবেন।
এ উপলক্ষে সুশান স্ট্রিটে অবস্থিত অবার্ন লাইব্রেরিতে আজ বিকেল সাড়ে ৬টায় একুশে কর্নার উদ্বোধন হবে। পৃথিবীর নানা দেশের মাতৃভাষা ও বাংলা ভাষার ইতিহাসের ভান্ডার থাকবে এই কর্নারে। কাউন্সিলর সুমন শাহা জানান, এই মহতী উদ্যোগের সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা, নেপালী ও ভারতীয়দের পরিবেশনা ছাড়াও আফ্রিকান বিশেষ ঢোলবাদন দৌদৌম্বা থাকবে।