আঘাত হানার জন্য অনেক শব্দ ব্যয় করেছো
একবার কাউকে রক্ষার জন্য রুখে দাঁড়িয়ে দেখো
দেখবে শুধু মাত্র বর্নে বর্নে সন্ধি নয়
সমস্ত উপাখ্যানটাই তোমার।
ক্ষতমুখ থেকে এখনো রক্ত ঝরছে।
এখনো শুকিয়ে যায়নি সব দগদগে ঘাঁ।
সহানুভূতি সমব্যাথার প্রলেপ ব্যর্থ বৈদ্যের ন্যায়
মাথা নত করে দাঁড়িয়ের দরজার বাইরে।
বহুদিন হোলো নির্বাসনে তুমি।
কালের অলস মরচের আস্তরনে
ক্রমশ আত্মবিশ্বাসহীন অনুভূতির আধিপত্যে
তুমি নিস্ক্রিয় থর স্রোতের নিথর সহচর।
যুদ্ধই যদি তোমার একমাত্র ধর্ম হয়
তবে এহেন নির্বাক নির্জনতা তোমাকে বেমানান।
আঘাতে আঘাত আহত পরাভূত মৃত্যু নয়
প্রতিঘাতের প্রত্যাঘাতে রক্ষী হয়ে ওঠো।
তবেই যে সব ত্রাসের তিরোধানে
তুমি এক অমোঘ অমর ত্রাতা।