প্রশান্তিকা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে গতকাল সোমবার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন চত্বরে এক আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মানুকা আর্ট সেন্টারে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী দর্শকের জন্য উম্মুক্ত থাকবে। প্রদর্শনীটি আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন।

জানা গেছে, প্রায় একশ’ অতিথির উপস্থিতিতে প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান। এতে বিভিন্ন দেশের হাইকমিশনার, মিশনপ্রধান, অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতা এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্ম ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে কিভাবে অবিসংবাদিত নেতা হিসেবে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ে নেতৃত্ব দিয়েছেন- তার ওপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানে চলমান করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে চলা হয়। আলোকচিত্রী প্রদর্শনীতেও নির্দিষ্ট সংখ্যক অতিথি একসঙ্গে উপভোগ করতে পারবে। সিডনি থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা কর্মী অনুষ্ঠানে যোগদান করেন।