ক্যানবেরায় জমেছিলো বৈশাখী মেলা

  
    
প্রশান্তিকা ডেস্ক :  গতকাল ২৭ মার্চ রোববার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ইসলামিক সেন্টার (CIC) প্রাঙ্গনে উদযাপিত হলো এবছরের প্রথম বৈশাখী মেলা। ক্যানবেরায়  বসবাসরত বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা (BAAC) এই মেলাটি আয়োজন করেছিলো।
সকাল ১০টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত চলা এ মেলায় হাজারো বাঙালির সমাগম ঘটে। দেশটির চলমান স্বাস্থ্যবিধি মেনে মেলায় উপস্থিত দর্শকদের মধ্যে বাঙালিয়ানা আমেজ ফুটে ওঠে। মেলায় দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনে, নাচগানে মেতে ওঠে সকলে।
মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে ছিলো দেশীয় পণ্যের স্টল। এ ছাড়া বাঙালির ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে।
মেলা আয়োজন প্রসংগে ব্যাকের(BAAC) সভাপতি জিয়াউল হক বাবলু মেলায় উপস্থিত সকলকে এই মেলা সফল করার জন্য ধন্যবাদ জানান । সেই সাথে তিনি সংগঠনের সকল সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।
ছবি ও লেখা পাঠিয়েছেন : আইজিদ আরাফাত অরূপ (ক্যানবেরা )
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments