ক্যানবেরায় ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়ার পূনর্মিলনী ও চ্যারিটি অনুষ্ঠান

  
    
প্রশান্তিকা ডেস্ক : ২৬শে ফেব্রুয়ারী এক সুন্দর অপরাহ্নে ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া( VAAUS) এর পুনর্মিলনী এবং চ্যারিটি প্রোগ্রাম ২০২৩’ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার এক ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে l এই আনন্দময় পরিবেশের সাক্ষী হয়েছিলেন ৩২ ভিকি এবং তাদের পরিবারের সদস্যসহ ৮০ জনেরও বেশী শুভাকাঙ্ক্ষী এবং যার উদ্যোক্তা ছিলেন প্রাক্তন ছাত্রী ডা: লুবনা আলম।

.
উপস্থিত সদস্যবৃন্দরা জাতীয় সংগীত সমবেত কন্ঠে ধারণ করে অনুষ্ঠানটির শুভ সূচনা করে l VAAUS এর এটি পুনর্মিলনী হলেও অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিলো চ্যারিটি l ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়ার প্রাথমিক লক্ষ্য ছিলো ওই একই সপ্তাহের ভেতরে ৫০০ ডলার সংগ্রহ করা, কিন্তু অদম্য ভিকিদের অদম্য উৎসাহে সেই সংগ্রহের পরিমাণটা দু’দিনেই ১৫০০ ডলারে গিয়ে পৌঁছে। অনুদানকারিদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন VAAUS এর প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মাহবুবা খানম

এই সম্পূর্ণ অনুদান এবং সাথে আরো কিছু উপহারসামগ্রী তুলে দেওয়া হয় ক্যানবেরার মহিলাদের দাতব্য সংগঠন ‘ Share The Dignity’ এর প্রতিনিধির হাতে l এরপর অপরাহ্ন ভোজনের সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইতি টানা হয় অনুষ্ঠানটির l অনুষ্ঠানের এক অংশে পরিচয় করিয়ে দেওয়া হয় ক্যানবেরার প্রতিনিধি আনুশা রহমানকে।

সিডনী থেকে অনুষ্ঠানে যোগদান করেন সংগঠনটির প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মাহবুবা খানম মুক্তা, বর্তমান প্রেসিডেন্ট ডক্টর সুরঞ্জনা জেনিফার রহমান, সংগঠনটির সাধারণ সম্পাদক তাসরীন নাহিদ তন্বীসহ অন্যান্য সদস্যরা l

.
ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়ার জন্মলগ্ন থেকে লক্ষ্য ছিলো মানুষের কল্যাণে ভালো কিছু কাজ করে যাওয়া এবং সেই লক্ষ্য আরও দৃঢ় হয়েছে বর্তমানে l সংগঠনটির সবাই এই আশাই ব্যক্ত করেন যে, ভালো কাজ করার এই লক্ষ্য যেন আরও দৃঢ়তার সাথে ধরা দেয় ভবিষ্যত প্রজন্মের কাছে আর তাদের আজকের কাজগুলো যেন এক অনন্য সুন্দর উদাহরণতার প্রতিচ্ছবি হয়ে তোলা থাকে ওদের জন্য l
লিখেছেন- সোহেলা সিলভী, পাবলিকেশন সেক্রেটারি
(ভিএঅস)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments