ক্যানবেরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

  
    
প্রশান্তিকা ডেস্ক : গতকাল এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ থেকে ঘুরতে আসা বাবা, মা ও ছোট ভাই। এছাড়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্যানবেরা প্রবাসী বড়  ছেলে ড. আনোয়ার জাহিদ। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ক্যানবেরায় ছেলের বাসায় বেড়াতে আসা সদ্য হজ্ব করে আসা বাবা শহিদুল ইসলাম (৬২) (অবঃ উপজেলা মৎস কর্মকর্তা), মা রাজিয়া সুলতানা (৫৫) (অবঃ প্রাথমিক বিদ্যালয়) এবং ছোট ভাই রনি (২২) ঘটনাস্থলেই মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন )।
বাম থেকে তৃতীয় কালো পুমা টি শার্ট পরা ড. জাহিদ হারিয়েছেন বাবা, মা ও ছোট ভাইকে। ছবি- সোশ্যাল মিডিয়া।
জানা গেছে, গতকাল দুপুর ২.৪৫ টার দিকে ড. জাহিদের টয়োটা গাড়ি ক্যানবেরার হাজাল হওক এভিনিউ এবং চপিংস রোডে আরেকটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ রেসকিউ, ফায়ার সার্ভিস, আ্যম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালেও তিনজনকে বাঁচাতে পারেনি। তারা তিনজনের মৃতদেহ গাড়ি কেটে বের করেন বলে জানা গেছে। ড. জাহিদকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছে। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments