ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  
    

প্রশান্তিকা ডেস্ক : সিডনির দক্ষিণ পশ্চিম অঞ্চলের ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। বরাবরের মতো এবারও এই কাউন্সিল বহুভাষিকতার প্রচারের জন্য ভাষাগত বৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সচেতনতার ধারাবাহিকতা তৈরি করেছে যা ২০১৬ থেকে অব্যাহত রয়েছে।

.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। এটি ১৯৯৯ ইউনেস্কো সাধারণ সম্মেলনে অনুমোদিত হয়েছিল এবং ২০০০ সাল থেকে সারা বিশ্বে এটি পালন করা হয়েছে।

.

আজ অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ গ্রীস। স্টেট এমপি আলুলাক চেনটিভং, ফেডারেল এমপি এন স্টেনলি, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর কারণ হান্ট এবং আরো অনেক সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

.

অস্ট্রেলিয়ান জাতীয় সংগীত পরিবেশন করেন আল ফয়সাল স্কুলের ছাত্র-ছাত্রীরা। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সমবেত সদস্যরা।
আদিবাসীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ান এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়।
লিখেছেন- সাকিনা আক্তার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments