ক্যাম্পবেলটাউনে কিশলয় কচিকাঁচার যুগপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ অক্টোবর

  
    
প্রশান্তিকা ডেস্ক : কিশলয় কচিকাঁচা সিডনিতে বাংলা ভাষাভাষী শিশুদের খুব জনপ্রিয় একটি সংগঠনের নাম। সংগঠনটির ১২ বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পবেলটাউনের সিভিক হলে আগামী ২২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় “ আর্ট অফ বাংলা “ নামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে অংশ নেবে নতুন প্রজন্মের শিশু-কিশোরেরা।
.
গানের পাখি খ্যাত নন্দিত শিল্পী ও কিশলয় কচিকাঁচার প্রশিক্ষক রোকসানা বেগম প্রশান্তিকাকে জানান, “ কিশলয় কচিকাঁচা একযুগ পূর্তি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া, তাদেরকে অন্তর্ভুক্ত করা এবং সমাজসেবামূলক কাজে তারা যেন নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে সেই প্রচেষ্টায় সহযোগিতা করা। এই আয়োজনের মাধ্যমে তারা যেন প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াতে এবং দুস্থ শিশুদের কল্যানের জন্য হাত বাড়াতে পারে সেটা নিশ্চিত করা।”
আয়োজকেরা কমিউনিটির সকলকে তাদের শিশু কিশোরদের সঙ্গে করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবার আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে ১৮ বছরের নিচে সকলের প্রবেশমূল্য ফ্রি এবং অন্যান্যদের প্রতি জনের প্রবেশমূল্য ১০ ডলার করে ধার্য্য করা হয়েছে। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ স্টারলাইট চিল্ড্রেনস ফাউন্ডেশন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের প্রচেষ্টা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে ব্যয় করা হবে বলে জানানো হয়। আগ্রহীরা প্রবেশ পত্রের জন্য রোকসানা বেগম ( মোবাইল- ০৪৩৩ ২৪৭ ১০৭ ) এবং আনিসুর রহমান ( ০৪৩৩ ২৪৭ ০৪২ ) এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments