প্রশান্তিকা রিপোর্ট: সিডনির দক্ষিন পশ্চিমে অবস্থিত ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল এবছর অফিসিয়াল উদ্যোগে ভাষা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে।
আগামী ২৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সবুজ চত্বরে বা Council Lawn, corner of Queen and Broughton Streets, Campbelltown এটি অনুষ্ঠিত হবে। কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটসিভিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচীর উদ্বোধন করবেন। শিশু ও স্হানীয় শিল্পীদের নিয়ে ভাষা সৈনিকদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী বাংলাদেশী কমিউনিটির সবাইকে পরিবারের সবাইকে নিয়ে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ করেছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা সৈনিকদের আত্মত্যাগকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণ দিবস’ হিসেবে ঘোষনা করে এবং প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারিতে এ দিবস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।