প্রশান্তিকা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক ফরেস্ট শহরে গত ৩ ও ৪ সেপ্টেম্বর চতুর্থ বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের আয়োজক উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানায়। এই সমাবেশের স্থানীয় সহযোগী ছিল ক্যালিফোর্নিয়ার ‘ক্রান্তি: সেন্টার ফর বাংলাদেশ ডায়ালগ ইউ এস এ।’
সমাবেশ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত লেখক জ্যোতিপ্রকাশ দত্ত ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক পূরবী বসু। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থনীতিবিদ ও সাহিত্যিক সেলিম জাহান। সমাবেশ উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ লেখক সালমান রুশদীর ওপর হামলার বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব গ্রহণ করে।আগামী বছর কানাডার মন্ট্রিয়লে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানান।
সমাবেশে যোগদানকারী দুই শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে ক্যালিফোর্নিয়ার বাঙালি ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ইলিনয়, জর্জিয়া, নিউ ইয়র্ক, কলোরাডোসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এবং যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া থেকে বাংলা সাহিত্যামোদীরা যোগদান করেন। এছাড়া অনলাইনে আলোচনায় যোগ দিয়েছেন কবি আসাদ চৌধুরী, প্রাবন্ধিকগোলাম মুরশিদ ও আহমাদ মাযহার, কথাসাহিত্যিক শাহাদুজ্জামান, সাগুফতা শারমিন তানিয়া ও আবদুন নূর,অনুবাদক শবনম নাদিয়া, অধ্যাপক হায়দার খান প্রমুখ।
সমাবেশে স্বরচিত কবিতা, গল্প ও প্রবন্ধ পাঠ ছাড়াও বাংলা সাহিত্যের নানান প্রসঙ্গে আলোচনা ছিল। শনিবার সন্ধ্যায় তিন ঘণ্টাব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন নিউ ইয়র্ক থেকে আগত লুৎফন নাহার লতা, অস্ট্রেলিয়া থেকে আগত নীরা রহমান, কানাডা থেকে আগত ফারহানা আজিম শিউলী এবং মমতাজ মমতা, যুক্তরাজ্য থেকে আগত শামীম আজাদ এবং ক্যালিফোর্নিয়ার চমক হাসান। ‘ক্রান্তি’-এর শিশুদের পরিবেশনা বিশেষ করে দর্শক শ্রোতাদের আনন্দ দেয়। সমাবেশে ফ্রান্সে বসবাসকারী চিত্রনির্মাতা আমীরুল আরহাম শামসুর রাহমানের ওপর একটি প্রামাণ্য চিত্র এবং নিউ ইয়র্কবাসী আনোয়ার শাহাদাত তাঁর কয়েকটি স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করেন।
সমাবেশ উপলক্ষে ‘হৃদবাংলা’ নামে একটি স্মারক সাহিত্য সঙ্কলন প্রকাশিত হয়। এই নিয়ে চতুর্থবার এই সঙ্কলন প্রকাশিত হলো। জ্যোতিপ্রকাশ দত্ত এর প্রধান সম্পাদক এবং আশফাক স্বপন সম্পাদক। প্রায় ৬০০ পৃষ্ঠার সঙ্কলনে পাঁচটি মহাদেশের নানা দেশের শতাধিক লেখকের কবিতা, গল্প, প্রবন্ধ ও অণুনাটক এই সঙ্কলনে গ্রন্থিত হয়েছে।
আয়োজকরা জানান, এই সমাবেশ গতানুগতিক সাংস্কৃতিক বা বিচিত্রা অনুষ্ঠান থেকে একেবারে আলাদা। এটি বিশুদ্ধ বাংলা সাহিত্য নিয়ে অনুষ্ঠান। বাংলাভাষাভাষী মূল ভূখণ্ডের বাইরে যারা আছেন তাদের বাংলা সাহিত্যচর্চার প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত করা সমাবেশের প্রধান লক্ষ্য। তবে অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত এবং এই সমাবেশ বাংলা সাহিত্যের সকল অনুরাগীর জন্য উন্মুক্ত।
অনাবাসী বাঙালি লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরীর চিন্তা থেকেই ২০১৮-য় জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসুর অনুপ্রেরণায় গঠিত হয়েছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। আটলান্টায় ২০১৯ সালে প্রথম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হয়। তারপর কোভিডের কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনলাইনে অনুষ্ঠিত হয়। এবারে আবার সশরীর উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হলো।
আগ্রহী পাঠকরা সংগঠনের ওয়েবসাইট nabls.org-এ আরো বিস্তারিত তথ্য পাবেন।