ক্রিকেট ইতিহাসে মুশফিকই প্রথম

  
    
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইতিহার রচনা করলেন টাইগার তারকা মুশফিকুর রহিম। ইতিহাসের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করে তিনি ছাড়িয়ে গেছেন কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যান্ডি ফ্লাওয়ারদের মতো কিংবদন্তিদের। বাংলাদেশেরও একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি টেস্ট ডাবলের দেখা পেলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সোমবার এই মাইলফলক স্পর্শ করেন লাল-সবুজের সাবেক এই অধিনায়ক। ২শ রান সংগ্রহের পথে মুশফিক খেলেছেন ৪০৭টি বল। যেখানে চারের মার ছিলো ১৬টি ও ছয় ১টি।

এতদিন উইকেটরক্ষক হিসেবে টেস্টে ১টি করে ডাবল সেঞ্চুরি হাঁকানোদের তালিকায় মুশফিকের সঙ্গী ছিলেন সাঙ্গাকারা, ধোনি, অ্যান্ডি ফ্লাওয়ারদের মতো তারকা। এই তালিকায় তাদের সঙ্গী ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ইমতিয়াজ আহমেদ, তাসলিম আরিফ, শ্রীলঙ্কার ব্র্যান্ডন কুরুপ্পু। এখন এই রেকর্ডের একমাত্র মালিক হলেন মুশফিক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments