প্রশান্তিকা ডেস্ক: হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান বিয়ে করেছেন। এই খবরটি এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি থেকে টক অব দ্য ওভারসিজ। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক চলছে। অধিকাংশ মানুষ বিষয়টি ভালো হয়েছে বলে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। আবার অনেকেই এই বয়সে এসে তাঁর বিয়ে করার পক্ষপাতী নন।
গতকাল ছিলো হুমায়ূন আহমেদের জন্মদিন। আর এই দিনেই এই বিয়ের খবরটি ছড়িয়ে পড়ল। গুলতেকিন তাঁর ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনামে শুধু লেখেন ‘এবার বাতাস উঠুক তুফান ছুটুক’। ব্যস সবাই বুঝে গেলো তিনি অবশেষে বিয়ে করেছেন।
জানা গেছে, গত ৭/৮ বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সখ্যতা থেকে প্রেমে গড়ায়।
আফতাব আহমেদ তার ব্যারিস্টার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। গুলতেকিন ও আফতাব দুজনেই কবিতা লিখেন।