গুলশান কাঁচাবাজারে আগুন

  
    

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

শনিবার ভোরে আড়াই ঘণ্টার এই অগ্নিকাণ্ডে ওই কাঁচাবাজারের দেড়শর মতো দোকানের সবগুলোই ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাঁচাবাজারের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চারবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়েছিল তবে ব্যবস্থা নেয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কাঁচাবাজারের পাশে ডিএনসিসি সুপার মার্কেটে আগুন ছড়ায়নি- আগুনের শিখা কমে এসেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments