নব্বইয়ের দশকের নাটক ও সিনেমার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আর নেই।
বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন সালেহ আহমেদ। সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পরায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
রাজধানীর উত্তর খানের ফায়দাবাদ গণ কবরস্থানে বড় মেয়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে সালেহ আহমেদকে। উত্তর খানেরই একটি মসজিদে সালেহ আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়।
অয়োময়, কোথাও কেউ নেইসহ হুমায়ূন আহমেদের বহু নাটকে অভিনয় করেছেন সালেহ আহমেদ। হুমায়ূন আহমেদের আমার আছে জল, শ্রাবণ মেঘের দিন ও আগুনের পরশমণি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।