বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী ।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছিলো সুবীর নন্দীকে । ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় টানা ১৮ দিন চোখ মেলেননি তিনি। পরে গত ৩ মে চোখ মেলেন। তবে শনি ও রবিবার দুই দফায় হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। হার্ট অ্যাটাকের পর চারটি রিং পরানো হয়েছিলো সুবীর নন্দীর হার্টে। কিন্তু এরপরেও রবিবার রাতে আবার হার্ট অ্যাটাক করেন তিনি।
বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি জানিয়েছেন যে, বারবার হার্ট অ্যাটাক হয়েছে এবং মাল্টিপল অরগ্যান ফেইলিউর হচ্ছিল সুবীর নন্দীর ।
বরেণ্য এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। আর এই বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার পদকে ভূষিত করেছে কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে।