চিরনিদ্রায় সমাহিত হলেন রূপসী বাংলা সিডনি রেডিও’র পরিচালক রফিকুল হক সাগর

  
    

প্রশান্তিকা ডেস্ক: আজ শুক্রবার সকালে সিডনির নারেল্যান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ রফিকুল হক সাগর। সিডনির রূপসী বাংলা রেডিও’র পরিচালক ও প্রযোজক সাগর গত ১১ মার্চ বৃহস্পতিবার রাতে সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

সৈয়দ রফিকুল হক সাগর।

সিডনিতে ৯০ এর দশকে অল্প কিছুদিনেই জনপ্রিয় হওয়া রূপসী বাংলা রেডিওতে প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ২টা পযন্ত ভরাট কন্ঠে শোনা যেত রফিকুল হক সাগরের অনুষ্ঠান। প্রভাত সম্পাদক আতিকুর রহমান বলেন, বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলার পরের সপ্তাহেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরাসরি সাক্ষাৎকার প্রচার করা হয় রূপসী বাংলা সিডনি রেডিও থেকে। সিডনি মিডিয়া কমিউনিটির কাছে সেসময় বিষয়টি ছিলো অত্যন্ত সম্মানের। সেটি সম্ভব হয়েছিলো রফিকুল হক সাগরের ঐকান্তিক প্রচেষ্টায়। তাঁর মৃত্যুতে সিডনিতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments