ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের অভিমত একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আক্ষেপ নিয়েই ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছিলেন নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আখতার।
গত সোমবার রাতে প্রথমবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পরপরই কাল্পনিক কার্টুনটা আঁকাতে বসেছেন আবদুল্লাহ আল মোরশেদ মিশু। সেদিন রাত দুইটায় ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে দাঁড়ানো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজয়ীদেরকে নিয়ে একটি কাল্পনিক কার্টুন এঁকে ফেলেছেন তিনি। সেটা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এবং মোরশেদ মিশুস ইলাস্ট্রেশন নামক পেজ থেকে, ‘এমন একটি সংবর্ধনা আপনাদের প্রাপ্য। আপনাদের অর্জনের তুলনায় যা অতি সামান্য।’ ক্যাপশনে শেয়ার দিতেই ছড়িয়ে পড়তে শুরু করে রাতারাতি। অতঃপর অনেকেই নিজ নিজ প্রোফাইল পিকচার, পোস্ট এবং শেয়ার দেয়া শুরু করে মোরশেদ মিশুর আঁকা কাল্পনিক কার্টুনটা। কোনো মতে রাত পেরিয়ে সকাল হতেই আলহামদুলিল্লাহ ব্যাপারটা মোটামুটি গণমানুষের দাবিতে রূপান্তরিত হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম হতে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠে চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়ার।
এই আলোচনার মধ্যেই বিজয়ীদের ঘরে ফেরাটা রাঙাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে বসার আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে।’
বিআরটিসি বাসের ছাদ কেটে ছাদখোলা বাস তৈরি হচ্ছে ঘোষণাটা যখন আসলো, অনেকেই মোরশেদ মিশুকে সাধুবাদ জানাতে শুরু করেছে। বিষয়টি দেখে খানিকটা চমকে উঠে সে। তার আঁকা কার্টুন দেখে দেশের উপরমহল এমন কাজ বাস্তবায়ন করবেন ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট হওয়াটা তো স্বাভাবিক। পরবর্তীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রেস ব্রফিংয়ের ভিডিও দেখে কিঞ্চিৎ বিশ্বাসের হওয়া বইতে শুরু করলো। কাল্পনিক কার্টুনটা বাস্তবায়নে তার ডান হাতে আঁকা কার্টুনের বেশ খানিকটা অবদান রয়েছে বিষয়টি স্বস্তি দিলো তাকে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং বিআরটিসি সম্মিলিতভাবে নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়ার জন্য দোতলা বাসের ছাদ কেটে ছাদখোলা বাস প্রস্তুত করা হচ্ছে বিষয়টি দেখে তার ভীষণ ভালো লাগলো। কাল্পনিক কার্টুনের হুবহু বাস্তব রূপান্তর ঘটতে যাচ্ছে ভাবতেই গা শিউরে উঠে বারংবার। তবে বিষয়টি নিয়ে বেশ উতলা মোরশেদ মিশু। যে এতকাল অবহেলিত থাকা সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে ছাদ খোলা বাসে শহর ঘুরিয়ে সংবর্ধনা দেয়া হবে। নারী ফুটবলারদের মুখে দেশকে গর্বিত করার হাঁসি আর চোখে আনন্দ অশ্রু থাকবে। সেই সাথে আনন্দের মাত্রা আরেকটু বাড়বে এইটা চিন্তা করে যে, এই ঘটনা বাস্তবায়িত হওয়ার পেছনে তার নিজের আঁকা একটা কার্টুনের সামান্য পরিমাণ হলেও ভূমিকা রয়েছে। যাকে পাওয়ার অফ আর্ট বলা যেতে পারে।