জন্মদিনের কবিতা/ যিশুর বুক -মানিক বৈরাগী

  
    
মানিক বৈরাগী

দুনিয়া তোমার রাজ্যে কখনোই মানুষ হয়ে জন্মাতে চাইনি

মানুষ তো হাবিল কাবিলের জাত তাই মানুষের মাঝে রক্তপাত

মানুষ তোমরা কি কখনো দেখেছো উদ্ভিদ উদ্ভিদের করেছে ক্ষতি
মানুষ তোমরা কি কখনো দেখেছো গোলাপ করছে গন্ধরাজের ক্ষতি
মানুষ তোমরা কি কখনো দেখেছো বাঘ সিংহ খাবার মজুদ করতে
মানুষ তোমরা কি কখনো চিন্তা করেছো বিনাবাক্যে কাকের উপকার
মানুষ তোমরা কি কখনো দেখেছো উড়ন্ত
শকুনকে মানুষ খুন করতে।

আমি যুদ্ধবিধ্বস্ত বিংশ শতকে মানুষ রূপে জন্মাতে চাইনি
পিতা মাতার অন্তিম বিনোদনের সর্বকনিষ্ঠ হাবিল কাবিলের জাত
প্রভুর কাছে প্রার্থনায় বলেছি, অন্তত অর্জুন গাছ করে যেনো পাঠায়
মহাপ্রভু আমার কথা রাখেনি, আমাকে হাবিল কাবিলের উত্তরাধিকার করলো

মহাপ্রভু জীবনের অর্ধশতকের প্রারম্ভিকে তাকিয়ে দেখি পেরেক বিদ্ধ যিশুর বুক।

১৮ জানুয়ারি ২০২০
কক্সবাজার, বাংলাদেশ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments