জন্মভূমি টিভির বর্ষসেরা সাহিত্যিক সম্মাননা পেলেন নয়ন ও অনীলা

  
    

প্রশান্তিকা ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক জন্মভূমি টেলিভিশন ‘বর্ষসেরা সাহিত্যিক সম্মাননা ২০২২’ পেলেন কথাসাহিত্যিক শাখাওয়াৎ নয়ন এবং অনীলা পারভীন। গত ৫ নভেম্বর ২০২২ শনিবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এর জন ক্লেন্সি অডিটোরিয়ামে জন্মভুমি টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে শাখাওয়াৎ নয়নকে কথাসাহিত্যে এবং অনীলা পারভীনকে শিশুসাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য উক্ত সম্মাননা প্রদান করা হয়।

জন্মভূমি টিভি সম্মাননা পেলেন কথাসাহিত্যে শাখাওয়াৎ নয়ন এবং শিশুসাহিত্যে অনীলা পারভীন।

ডাঃ আসাদ শামস, ডাঃ ফ্লোরা এবং সাকিনা আক্তারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে (শিল্প, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, বিজ্ঞান, চিকিৎসা, রাজনীতি, সমাজ সেবায় এবং উদ্যোক্তা) মোট ২০ জনকে নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অন্যান্যের মধ্যে বিজ্ঞানে অবদান রাখার জন্য ডঃ আবেদ চৌধুরী, সাংবাদিকতায় কাউসার খান, শিক্ষায় ডঃ এহসান আহমেদ, সঙ্গীতে অমিয়া মতিন, সমাজ সেবায় বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব অস্ট্রেলিয়া, ডাঃ জেসি চৌধুরী, রাজনীতিতে ডঃ সাবরিনা ফারুকী এবং মাসুদ চৌধুরী প্রমুখ।

জন্মভূমি টিভি সম্মাননাপ্রাপ্ত বিশিষ্টজনেরা।

জন্মভূমি টেলিভিশন ৭ম বর্ষপূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। উক্ত ম্যাগাজিনে সম্মাননাপ্রাপ্তদের অর্জনসমূহ উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ডসঙ্গীত শিল্পী মাকসুদ তাঁর জাদুকরী সুর ও সঙ্গীতের মুর্ছনায় সিডনিবাসীকে আরো একবার নস্টালজিয়ার ভুবনে নিয়ে যান। অনুষ্ঠানে জন্মভূমি টেলিভিশনের কর্ণধার সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments