জয়ী, সীমাহীন ভালোবাসার প্রতীক । রণেশ মৈত্র

  
    

দিনগুলো কেটে যাচ্ছে জয়িতার
যন্ত্রণা- কাতর দিন
স্কুল বন্ধ তাড়া নেই পড়ালেখার।

মা ?
তার স্বল্পভাষী
রবীন্দ্রসঙ্গীত শিল্পী
অসাধারণ গুণে গুণান্বিতা কুমকুম
একাত্তরের যন্ত্রনাক্লিষ্ট কুমকুম
বিদায় নিয়েছে একটি বছর আগে
নিরবে নিভৃতে
সকলকে শোকের কান্নায়
ভাসিয়ে দিয়ে।

সেদিনের কথা, গতবছরের এই দিনে
নিজ হাতে পায়েস রেঁধে খাইয়েছিলো জয়ীতাকে
কিন্তু কুমকুম কি জানতো
সেটাই হবে তার হাতে জয়ীর জন্মদিনের
শেষ আয়োজন !
জন্মের সেই মুহূর্ত থেকেই জয়ী আমাদের
অজস্র সীমাহীন ভালোবাসার প্রতীক।
জয়ী স্বপ্ন দেখো
ভবিষ্যতের স্বপ্ন
মানুষ হওয়ার স্বপ্ন
নিজেকে, সকলকে
দেশকে মন প্রাণ দিয়ে
ভালোবাসার স্বপ্ন।
আমাদের কামনা এটাই
তোমার স্বর্গীয় মায়ের কামনাও তাই
শুভাকাঙ্খী সকলেরও।

রণেশ মৈত্র
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক।
(জয়ী’র ঠাকুরদা)।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments