প্রশান্তিকা ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশ বিজয়ের ৪৯ তম বছরে পা দিয়েছে। মহান বিজয় দিবসের প্রত্যুশে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালেন সিডনি ও মেলবোর্ন প্রবাসী বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। নেতা ও কর্মীরা আওয়ামীলীগ অস্ট্রেলিয়া, আওয়ামীলীগ সিডনি, অস্ট্রেলিয়া ও আওয়ামীলীগ মেলবোর্ন এর পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
আজ সোমবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ সিডনি, অস্ট্রেলিয়া শাখার সভাপতি গাউছুল আলম শাহাজাদা, সাধারণ সম্পাদক ও স্বদেশ বার্তা পত্রিকার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ এবং বাংলাদেশ আওয়ামীলীগ মেলবোর্ন, অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক প্রমুখের নেতৃত্বে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

জানা গেছে, আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া’র বিভিন্ন শাখার নেতা কর্মীরা ঢাকায় অবস্থান করছেন।