জাতীয় শহীদ দিবসে সিডনি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

  
    

প্রশান্তিকা ডেস্ক: একুশে ফেব্রুয়ারি, জাতীয় শহীদ দিবস আজ। ১৯৫২ সালের এই দিনে প্রাণ হারিয়েছেন সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বারসহ অনেক ভাষা সৈনিক। দিবসটিকে সেই থেকে শহীদ দিবস এবং ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হল এলামনাই অস্ট্রেলিয়ার শ্রদ্ধার্ঘ্য। ছবি- সংগ্রহ

সিডনির প্রাণকেন্দ্র এশফিল্ড হেরিটেজ পার্কে স্থাপিত আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রাত ১২টা ১মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অস্ট্রেলিয়া, জগন্নাথ হল এলামনাই, প্রতীতিসহ সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিরা।

১৯শে ফেব্রুয়ারি রোববার আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য।

১৯ শে ফেব্রুয়ারি রোববার ছুটির দিন হওয়ায় এই স্মৃতিসৌধের পাদদেশে দিনব্যাপি আয়োজিত হয় অমর একুশে বইমেলা। সেদিন অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত অনুষ্ঠানে সেদিন অস্ট্রেলিয়ার এমপি, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলায় ছিলো ৮ ফাল্গুন ১৩৫৮, বৃহস্পতিবার। বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ভাষার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছে, অন্য কোন জাতি নয়। সেই হিসেবে ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments