জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র ইফতার মাহফিল

  
    
প্রশান্তিকা ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত রোববার ৯ই এপ্রিল লাকাম্বার LMA সেন্টারে।
অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ী আফনান আহমেদ তিলাওয়াত করেন। তারপর নাশিদ পাঠ করেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: আবিদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর নব নির্বাচিত কমিটির সহ সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দিত হন।
সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী সবাইকে এক হয়ে অ্যাসোসিয়েশন এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিন ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।উল্লেখ্য গেল সপ্তাহে সংগঠনটি শিশু কিশোরদের নিয়ে একটি ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাওলানা শেখ ইশফাক, সংগঠনের সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, সাবেক সভাপতি এ কে এম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফাজিল বারি জসিম। পুরস্কার বিতরণী কার্যক্রম সহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান শাহরিয়ার সুমন।
মাওলানা শেখ  ইশফাক রমজানের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন এবং মুসলিম ঊমমার সকলের জন্য দোয়া কামনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তি। 
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments