আজ রোববার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। লন্ডনের কেনিংটন ওভালে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার দলের সঙ্গে নেটে অনুশীলনের সময় বাম হাতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। তার এই ইনজুরির খবরে হতাশা নেমে এসেছিলো বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মাঝে। । তবে সব শঙ্কা দূর করে শনিবার অনুশীলন করেছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলন অধিনায়ক মাশরাফি জানিয়েছেন, আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তামিম।
গতকাল দক্ষিণ আফ্রিকা দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে লেগ স্পিনার ইমরান তাহির বাংলাদেশ সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ খুবই ভয়ঙ্কর এক দল। তাদের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলে। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আশা রাখি, দিনটি আমাদের জন্য ভালোই হবে।’
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়।