টুঙ্গিপাড়া, রেসকোর্স ও ৩২ নাম্বার । মানিক বৈরাগী

  
    

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে শতবর্ষী হতেন এবছর। ‘৭৫ এর ১৫ আগস্টে নির্মমভাবে নিহত হন স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্থপতি।জাতীয় শোকদিবসে প্রশান্তিকার আয়োজন ‘রক্তস্নাত শোকাহত আগস্ট’ সংখ্যায় বাংলাদেশের কক্সবাজার থেকে কবি মানিক বৈরাগীর নিবেদন।

পাখিটি শেখ মুজিবুর রহমান

বাতাসের কান আজ খুব উদগ্রীব টনটনে খাড়া
ইথারের যন্ত্রীরা খুব ব্যস্ত তটস্থ একটি ঘোষণার আশায়
আকাশে ঘুরে ঘুরে চক্কর দিচ্ছে পশ্চিমী বাজপাখি

তাগড়া শ্বেতকপোতেরা ঝাঁকে ঝাঁকে আসছে বাকবাকুম স্বরে
শ্বেতকপোতের ভিড়ে চুপিসারে ঢুকে পড়েছে কতিপয় গিরগিটি
অকুতোভয় পাখপাখালি সমস্বরে আওয়াজ তুলল মুক্তি চাই, মুক্তি।

অধীর অপেক্ষা করতে করতে উচ্চশিরে দৃপ্তপায়ে টঙে এলেন পাখিরাজ
টঙ থেকে ধীরে কলরেডি মাইকের সামনে দাঁড়ালেন এবং গাইলেন মুক্তি বারতা
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা।

খোকা থেকে বঙ্গবন্ধু অতঃপর স্বাধীনতার বীজ

ঘোর অন্ধকার দিন হায়েনার রাত
ভারতের সিংহাসনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ
বিপাশা গঙ্গা যমুনার পাড় ভাঙ্গে
উদিত সূর্যের দেশে চর জাগে, বর্গির আভাস।

ভুল নেতা ভুল ভূ-ভাগ দ্বিজাতি তত্ত্বের অভিশাপ
হক ভাসানি সোহরাওয়ার্দী অভিন্ন সংগ্রামের অঙ্গীকার
জলপাই বাহিনীর শকুনী আচার-অনাচার
ভাটির দেশে মাটির মনে হতাশার মনস্তাপ।

১৭ই মার্চ ১৯২০, টুঙ্গিপাড়ায় লুৎফুর -সায়েরার কোলে
মেঘাচ্ছন্ন আকাশ মুখরিত স্বদেশে খোকা ধুমকেতুর আবির্ভাব।
লিকলিকে লম্বা সুস্থির দুরন্তপনা কিশোর ছাত্র
অসিম সাহসে মৌলিক দাবিতে আগলে দাঁড়ায় পথ
১৯৩৯ এ হক সোহরাওয়ার্দী মিশনারি স্কুল পরিদর্শনে
সেই থেকে অবিরাম স্বপ্নমধুরতায় পিচ্ছল পথ চলা।

২৩মার্চ ১৯৬৯ রেসকোর্স ময়দানে ১৪অধরে মুখরিত একটি ধ্বনি
আকাশ- বাতাস, বৃক্ষ -পাখি,সাগর-নদী ঢেউয়ের কল্লোলে শুনি
বঙ্গবন্ধু তুমিই আমাদের মুক্তির দিশারী।

রেসকোর্সের বাঙালি বীজ তলায় কখন রোপিবে বৃক্ষ বীজ
তৃষ্ণার্থ মৃত্তিকার বুক চিরে ব্রাত্য জনতার শৌর্য-বীর্যে
স্বদেশ জাতির উদ্বেগ উৎকন্ঠায় প্রতীক্ষিত সময় কাটে।
৭মার্চ ১৯৭১ আকাঙ্কার উৎসব মেলা আজ
অতঃপর
পিতা শোনালেন যুদ্ধ জয়ের অমর ঘোষণা
“এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,আমাদের স্বাধীনতার সংগ্রাম”।

রাসেল আমার

আমরা রাসেলের মাঠকর্মী আমরা রাসেলের ভাই
আমরা জামালের মাঠকর্মী আমরা জামালের ভাই
আমরা কামালের মাঠকর্মী আমরা কামালের ভাই
মুজিব আমার দেশের পিতা মুজিব আমার বাপ

হাটখোলা বটতলা ক্যাম্পাস রাজপথ চা’খানার আড্ডা
জনেজনে ঘরে বাইরে মিছিলে ধ্যানজ্ঞান লেখাপড়ায় জপমন্ত্রে
শান দিয়েছি কন্ঠে মুজিবের নামে শ্লোগানে
‘মুজিব হত্যার পরিনাম বাংলা হবে ভিয়েতনাম
বাঙালির অপর নাম শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান।’

স্বপ্নমুখর তারুণ্যে ক্যারিয়ার বাসনা মুঠোয় নিয়ে
স্বর্ণালি যৌবনে আমাদের প্রথম প্রেম শেখ মুজিব
অগ্নি প্রেমের ঠিকানা শেখ হাসিনা শেখ রেহেনা
না দেখা এই প্রেমের প্রেরণায় কায়ার মায়া ভুলে
রাসেলের নামে
রোদ বৃষ্টি ভিজে ভেঙেছি ব্যারিকেড মিছিলে
লাঠি পুলিশ টিয়ারগ্যাস ককটেল গ্রেনেডে

রাসেলের নামে
কন্ঠে ধরেছি শ্লোগান গেয়েছি সমস্বরে গান
‘এক রাসেল লোকান্তরে লক্ষ রাসেল ঘরে ঘরে
রাসেল হত্যার পরিনাম বাংলা হবে ভিয়েতনাম।’

পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী মধুমতীর রক্ত জলে
সারা বাংলার জল জলান্তরে লালনীল পদ্মকমলে
রাসেল নামের শ্লোগান ফুটে মিছিল বহে
তোমার আমার মতবাদ মুজিববাদ মুজিববাদ।

মুজিব আমার চেতনা
রাসেল আমার প্রেরণা
পরাভব মানিনা চিনিনা।

রাসেল আমার মুখের ভাষা
রাসেল আমার প্রেম বিরহ
রাসেল আমার আগামীর প্রেরণা
রাসেল আমার প্রতিবাদের শ্লোগান
রাসেল আমার অধিকার জাগরণ।

মানিক বৈরাগী
কবি
কক্সবাজার, বাংলাদেশ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments