ড. ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  
    

 

প্রশান্তিকা ডেস্ক: নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল ঢাকার শ্রম আদালত সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ার কারনে এই পরোয়ানা জারি করেন।

আদালতের কৌঁসুলি বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, “তিন মামলায় এদিন ড. ইউনুসের সমনের জবাব দেওয়ার  দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হননি। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।” ড. ইউনুসের কৌঁসুলি রাজু আহম্মেদ পরোয়ানা জারি না করার অনুরোধ করলেও তা আমলে নেননি বিচারক।
তিনি বলেন, ড. ইউনুস ব্যবসার কাজে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে আদালতে উপস্থিত হবেন।”


জানা গেছে, গ্রামীণের ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শাহ আলমসহ তিনজন আইন অমান্য করে চাকরিচ্যুতির অভিযোগে গত ৩ জুলাই এই মামলা করেছিলেন।এরপর শ্রম আদালত ড. ইউনুসকে হাজির হতে গত ৮ অক্টোবর সমন জারি করেন। বিদেশে থাকার কারনে এ ব্যাপারে ড.ইউনুসের প্রতিক্রিয়া জানা যায়নি ।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments