প্রশান্তিকা ডেস্ক: ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হয় মাসব্যাপী অমর একুশে বইমেলা। স্বরস্বতী পুজার কারনে সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে পহেলা ফেব্রুয়ারিতে হওয়ায় বইমেলাও পেছালো।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছেন ২ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন হবে।
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে মাসব্যাপী একুশে বইমেলা উদ্বোধন করে থাকেন বাংলাদেশের সরকার প্রধান।
“তবে এবার সিটি নির্বাচনের কারণে বইমেলা একদিন পিছিয়েছে,”বলেন বাংলা একাডেমির মহাপরিচালক। পহেলা ফেব্রুয়ারি ভোটের দিন থাকায় ২রা ফেব্রুয়ারি বইমেলা এবং এজন্য এসএসসি পরীক্ষাও ১ ফেব্রুয়ারি থেকে দুই দিন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।