ঢাকায় শুরু হয়েছে আসমা সুলতানার একক শিল্প প্রদর্শনী

  
    

প্রশান্তিকা প্রতিবেদক : গতকাল ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় শুরু হয়েছে কানাডা প্রবাসী শিল্পী আসমা সুলতানার একক শিল্প প্রদর্শনী ‘শব্দের ডানায় বোধের উত্তোলন’। ধানমন্ডি ১৬ নং রোডে (পুরাতন ২৭) এডওয়ার্ড কেনেডি মিডিয়া সেন্টারে ১১ দিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ঢাকায় শুরু হয়েছে আসমা সুলতানার একক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর প্রথম দিনে শিল্পকর্মের সামনে আসমা সুলতানা। ছবি- প্রশান্তিকা।

প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ে আঁকা পেইন্টিং, ছাপচিত্র, আলোকচিত্র, হাতে বানানো শিল্প কর্মসহ বিভিন্ন মাল্টি-ডিসিপ্লিনারি কাজ স্থান পেয়েছে। ভাষার মাসে অনুষ্ঠিত হচ্ছে যে প্রদর্শনী সেটা মাথায় রেখে শিল্পী বাংলা বর্ণমালার ওপর বেশ কিছু শিল্পকর্ম এনেছেন। আসমা সুলতানা নিজের ভাষায় তার প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘গত সাত দশকের আত্মঅনুসন্ধান আমাদের হতাশ করে, যখন অনুধাবন করতে পারি বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাটি এর স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে পারিনি।’
শিল্পী আসমা সুলতানা আরো বলেন, ‘ আমার শিল্পচর্চা মূলত আত্মজীবনীমূলক, আমার আত্মপরিচয় এবং আত্মনুসন্ধানের লক্ষ্যে সৃষ্ট। আমাদের রয়েছে ভাষা ও বাঙালি জাতি সত্ত্বার গৌরবময় ঐতিহ্য। অথচ সেসবের কিছুই ধরে রাখা হচ্ছে না। সেই যন্ত্রণাকে আমি আমার শিল্পে প্রকাশ করতে চাই। এটাই আমার শব্দের কিংবা শিল্পের ডানায় বোধের উত্তোলন।’

আসমা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পেইন্টিং এন্ড আর্টে অনার্স শেষে লন্ডন ও টরন্টোতে চারুকলা ও শিল্পকলার ওপর পড়াশোনা করেন। তিনি বাংলাদেশ ছাড়াও কানাডা, যুক্তরাজ্য ও ভারতে একক ও যৌথ শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। তিনি একজন ব্রিটিশ শিল্পী। বর্তমানে বাস করছেন কানাডার টরন্টোতে। শিল্পকর্ম ছাড়াও তিনি দুটি কবিতার বই এবং বেশকটি গ্রন্থের অনুবাদ করেছেন। তিনি প্রশান্তিকাসহ বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় শিল্পকলা বিষয়ে লেখালেখি করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments