প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল আটটা ২৩মিনিটে এই ভূমিকম্প হয়। এটিএন নিউজ সূত্রে জানা গেছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিলো ৬। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বড় বড় দালানসহ দুলে উঠে রাজধানী।একই সময়ে ভারতের আসামে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উপৎত্তিস্থলও ভারতের আসামে।
রাজধানী ঢাকা সহ সারাদেশে কয়েক দিন ধরেই চলছে তীব্র দাবদাহ চলছে। গরমে অতিষ্ঠ জনজীবন। ঢাকা থেকে প্রশান্তিকাকে এক পাঠক জানান, সকালে হঠাৎ বিল্ডিং দুলে উঠেছে। এসময় ঘরের আসবাবপত্র সহ ফুলের টব, হাড়ি পাতিল দুলে উঠে। অবশ্য এর স্থায়িত্ব কম হওয়ায় দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে তিনি জানান।