ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নির্বাচনে আকাশ-বাদল পরিষদের নিরঙ্কুশ জয়

  
    
প্রশান্তিকা ডেস্ক : গত ৩০ অক্টোবর রবিবার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আগামী দুই বছরের জন্য আকাশ-বাদল পরিষদের অধিকাংশ প্রার্থী জয়লাভ করেন। ১০টি সম্পাদকীয় পদের মধ্যে এই প্যানেলের ৯জন এবং নির্বাহী ১০ সদস্য পদের মধ্যে ৭জন জয়যুক্ত হয়েছেন।  আনিস-লায়লা প্যানেল থেকে তিনজন সাধারণ সদস্য , স্বতন্ত্র থেকে একটি সম্পাদকীয় পদ এবং একটি সদস্য পদ বাদে বাকি সব পদে আকাশ- বাদল প্যানেল জয়ী হয়। নির্বাচনে ২৯৯ ভোটারের মধ্যে বিকাল ৩টা পর্যন্ত টানা ২৪০ জন আ্যলামনাই ভোটে অংশ নেন।
চীফ ইলেকশন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয়।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ সিডনিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক আলাপ- আলোচনা চলে আসছিল। দুইটি প্যানেলে নির্বাচনের জন্য প্রার্থী দাঁড় করানো হয়েছিল। কামরুল মান্নান আকাশ ও  মাহমুদুল হক বাদলের নেতৃত্বে  আকাশ- বাদল প্যানেল  এবং আনিস মজুমদার এবং ড. লায়লা আরজুমানের নেতৃত্বে  আনিস-লায়লা প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন।
প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে নির্বাতিত আকাশ ও বাদল ছাড়াও প্যানেলের নির্বাচিতদের কয়েকজন।
নির্বাচিতদের নামের তালিকা- 
সভাপতি : কামরুল মান্নান আকাশ  (আকাশ- বাদল প্যানেল)
সহ-সভাপতি :  গোলাম মাওলা  (আকাশ- বাদল)
সহ-সভাপতি: ড. খাইরুল চৌধুরী (আকাশ- বাদল)
সাধারণ সম্পাদক: মাহমুদুল হক বাদল  (আকাশ- বাদল)
কোষাধ্যক্ষ : মো.হালিমুসসহান  (আকাশ- বাদল)
সহযোগী সাধারণ সম্পাদক: মো. লিঙ্কন শফিকুল্লাহ (আকাশ- বাদল)
সাংস্কৃতিক সম্পাদক: সিরাজুস সালেকিন  (আকাশ- বাদল)
তথ্য ও প্রকাশনা সম্পাদক: সেলিমা বেগম ( স্বতন্ত্র )
শিক্ষা ও গবেষণা সম্পাদক:  ড. সেলিম মমতাজ  (আকাশ- বাদল)
ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মো. রফিক উদ্দিন (আকাশ- বাদল)
সাধারণ সদস্য :
১.নার্গিস বানু (আকাশ- বাদল)
২.সাকিনা আক্তার (আনিস – লায়লা)
৩.নুসরাত জাহান হুদা (আকাশ- বাদল)
৪.তানিয়া ফারজানা (আকাশ- বাদল)
৫.বিশ্বজিৎ চক্রবর্তী ( স্বতন্ত্র )
৬.হায়াত মাহমুদ  ( আনিস – লায়লা)
৭.এম এ আহসানুল হাসান হাদি (আকাশ- বাদল)
৮. জাহিদ মাহমুদ (আকাশ- বাদল)
৯.মুনির হোসেন (আকাশ- বাদল)
১০.নুসরাত জাহান স্মৃতি (আনিস-লায়লা)।
তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী সেলিমা বেগম। তিনি ছিলেন স্বতন্ত্র প্রার্থী।
রবিবার প্রথম ঘন্টাতে কোরাম পূরণ না হওয়াতে একটু জটিলতা সৃষ্টি হলেও কোরাম পূর্ন হলে বিদায়ী সভাপতি জনাব মোস্তফা আব্দুল্লাহ সকাল ১১:৩০ এর দিকে অ্যালামনাইদের  সম্মতিক্রমে সাধারণ সভা অনুষ্ঠান শুরু করেন। পর্যায়ক্রমে বিদায়ী সেক্রেটারি জেনারেল আনিস মজুমদার  এবং ট্রেজারার তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের বার্ষিক রিপোর্ট পেশ করেন।
প্রশ্নোত্তর পর্বে অ্যালামনাইদের বিভিন্ন প্রশ্নের উপর আলোচনায় অংশ নেন অ্যালামনাইরা।
দুপুর ১টায় বিদায়ী সভাপতি মোস্তফা আব্দুল্লাহ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কাউসার খান এবং রওশন পারভীনের কাছে দায়িত্ব অর্পন করেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments