তাসমানিয়ায় আলোকধারা সংগীত নিকেতনের বর্ষপূর্তি অনুষ্ঠান

  
    

সাকিব আব্দুল্লাহ, হোবার্ট থেকেঃ গত বুধবার ৬ অক্টোবর তাসমানিয়ার হোবার্টে অনুষ্ঠিত হয়ে গেল আলোকধারা সংগীত নিকেতনের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান- বর্ষা মঙ্গল। বর্ষাকে মুল প্রতিপাদ্য করে গান, কবিতা, নাচ এবং গীতি কবিতার নানা উপস্থাপনে এক কবিতাময় সন্ধ্যার আয়োজন করে আলোকধারার স্বত্বাধিকারী অভিক দেব ও তাঁর কলা- কুশলীরা।

শিশুদের পাশপাশি অভিক দেব,নাফিসা কামাল, তনুশ্রী মন্ডল এবং তমালিকা দেব এর অনবদ্য পরিবেশনায় আবিষ্ট ছিল আমন্ত্রিত অথিতিরা। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরনের পাশাপাশি, আলোকধারার সাথে সংশ্লিষ্ট শুভান্যুধায়ীদের কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করা হয়।

২০২০ সালের জুন মাসে হোবার্টে প্রতিষ্ঠিত হয় আলোকধারা সংগীত নিকেতন। হোবার্টে বসবাসরত বাংলা ভাষা ভাষীদের নতুন প্রজন্মকে বাংলা গান ও সংস্কৃতির প্রতি আগ্রহ ও ভালোবাসার তৈরির লক্ষে গড়ে উঠে এই সংগীত নিকেতন। বিগত বছর ধরে হোবার্টের বাংলাদেশ কমুনিটির নানা উৎসব ও অনুষ্ঠানে এই সংগীত নিকেতনের শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহনের মাধ্যমে অবদান রেখে চলেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments