প্রশান্তিকা প্রতিনিধি, তাসমানিয়া: গত শনিবার, তাসমানিয়ার হোবার্ট শহরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। হোবার্ট বাংলাদেশ কমিউনিটি দিনভর রঙিন এই উদ্যোগের আয়োজন করে। তাসমানিয়ার হোবার্টে বসবাসরত বাংলাদেশীদের চিরচেনা কিংস্টন সিনিয়র সিটিজেন হল যেন বদলে গিয়েছিল এক টুকরো বাংলাদেশে।
বাঙালিয়ানায় মেতেছিল নববর্ষের উদযাপনে। বিকেল থেকে রাত অবধি গান, শ্রুতি নাটক, কবিতা আবৃত্তি, নাচ সহ নানান বিনোদনে বিমোহিত করে রেখেছিল অনুষ্ঠানের আয়োজকগন। বিশেষত অনুষ্ঠানের শেষে, পুরোন দিনের বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দের আদলে করা পরিবেশনাটি ছিল চমৎকার। বিনোদনের পাশাপাশি ছিল বাহারি পিঠা, দেশীয় খাবার স্টল। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রত্যেকেই তাদেরকে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেবার জন্য হোবার্ট বাংলাদেশ কমিউনিটির সকল সদস্য এবং স্বেচ্ছাসেবীবৃন্দের আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।