সাকিব আব্দুল্লাহ, হোবার্ট থেকে : গত ১২ ডিসেম্বর, রবিবার ক্যাম্ব্রিজ কম্যুনিটি হলে হোবার্ট বাংলা স্কুলের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়।
স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সমেবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান কর্মসুচী সূচনা হয়। স্কুলের সম্মানিত উপদেষ্টা আশফাকুর রহমান এবং হোবার্ট বাংলাদেশ কম্যিউনিটির সম্মানিত সভাপতি নুরুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজয় দিবসের প্রেক্ষাপট এবং বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের সনদ বিতরণ এবং বিগত বছরের স্কুল পর্যালোচনা কমিটি এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সম্মাননা প্রদান করা হয়।
ক্ষুদে শিক্ষার্থীদের ছড়া, গান, কবিতায় মুখরিত হয়ে উঠে ক্যম্ব্রিজ হলটি। বাংলা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি হোবার্টের প্রথম এবং একমাত্র সংগীত নিকেতন “আলোকধারার” শিক্ষার্থীদের অনবদ্য পরিবেশনা ছিল মন মুগ্ধকর।