প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার আকাশে অপরাহ্নে অপরূপ এক অস্ট্রেলিয়ার মানচিত্র শোভা পায়। সান্তিনো রুসি নামে এক অস্ট্রেলীয় নাগরিক গত ৩১ শে মার্চ সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে তার ব্যাকইয়ার্ড থেকে ছবিটি তোলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ছবিটা শেয়ার দেয়ার পরে ভাইরাল হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শুধু একটি লাইন লিখে ছবিটি শেয়ার দেন। তিনি লেখেন, “ How Good! We are all in this together Australia.”
আলোকচিত্রী সান্তিনো তার ফেসবুকে যা বলেন তার বাংলা অর্থ করলে দাঁড়ায়, সূর্য ডোবার আগে তাসমানিয়ার অপরূপ প্রকৃতিতে আকাশ থেকে যেনো অস্ট্রেলিয়া নুয়ে পড়েছে। আমরা সকলে হাতে হাত মিলে যেনো একে আলিঙ্গন করছি। কেবল ১০ সেকেন্ড স্থায়ী ছিলো এই দৃশ্য। তারপর এক চিলতে মেঘ একে ঢেকে দেয়। তাসমানিয়া উজ্জ্বলতর হয়েছিলো। সুর্যের রশ্মি যেনো এই দু:সময়ে সব কালিমা দূর করে দিয়েছে।