তাসমানিয়ার হোবার্টে চালু হলো বাঙালি রেস্টুরেন্ট ‘দরবার ‘

  
    

সাকিব আব্দুল্লাহ, হোবার্ট থেকে : Southern Outlet থেকে Macquarie st উঠে সিটি যাবার পথে কিছু দূর গেলেই চোখে পড়বে বাংলায় লেখা সাইনবোর্ড। কালো জমিনে সোনালী হরফে লেখা “দরবার”। গত ৩০ নভেম্বর হোবার্টে বাঙালি রেস্টুরেন্ট “দরবার” তার পথ চলা শুরু করে। হোবার্টে বসবাসরত শতধিক বাঙালির আনা গোনায় ২৫২ Macquarie st, হয়ে উঠেছে যেন আরেকটি বেইলী রোড।

“দরবার” দ্বীপ রাজ্য তাসমানিয়ায় প্রথম পুর্নাঙ্গ বাঙালি রেস্টুরেন্ট। নানান পদের মূখরোচক বাঙালি খাবার তো পাবেনই আরো পাবেন হরেক রকমের বাহারি মিষ্টান্ন।
“দরবার” রেস্টুরেন্টে খেতে আসা নাফিসের সাথে কথা বলে জানা গেল, তিনি অধীর আগ্রহে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধনের অপেক্ষায় ছিলেন। পেট পুজার যোগান দেওয়া ছাড়াও তিনি মনে করেন দরবার রেস্টুরেন্ট হয়ে উঠবে হোবার্টে বসবাসরত বাংলাদেশীদের মিলনমেলা। দরবারের আনুষ্ঠানিক যাত্রায় আঁখি – যুব দম্পতির খুবই গর্বিত এবং আনন্দিত। তাদের আনন্দের কারণ এই দ্বীপ রাজ্যে বাংলায় লেখা প্রথম সাইনবোর্ড বহন করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।
দরবার রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মিশাদ বলেন, বাংলা খাবারের পাশাপাশি দরবার একটি স্বয়ংসম্পুর্ন পার্টি সেন্টার।

এছাড়াও দরবারেরর আগত অতিথিদের জন্য থাকবে বিভিন্ন ইনডোর-বোর্ড গেইমের ব্যবস্থা। মিশাদ আরো জানান, রেস্টুরেন্ট উদ্ধোধন উপলক্ষে থাকছে ৫ দিন ব্যাপি হোবার্টবাসীর জন্য বিশেষ অফার ও স্টুডেন্টদের জন্য সব সময়ের জন্য স্টুডেন্ট ডিস্কাউন্ট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments