তিউনিসিয়ায় নৌকা ডুবিতে প্রায় ৬৫ জন অভিবাসী নিহত হয়েছেন। যার অধিকাংশই বাংলাদেশী নাগরিক। মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর পক্ষ থেকে ১৬ জনকে জীবিত উদ্ধারের কথা জানা গেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাডুবির পর অভিবাসীদের উদ্ধারে তিউনিস নৌবাহিনী একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা জীবিতদের পাশাপাশি তিনজনের মরদেহ উদ্ধারে সমর্থ হয়।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশ্যে রওয়ানা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোটো একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।
গত বছর থেকে ইউরোপে যাওয়ার নতুন পথ হিসেবে তিউনিসিয়াকে বেছে নিয়েছে অভিবাসীরা। বিশেষ করে লিবিয়াতে মানব পাচারকারীদের হাত থেকে বাঁচতে পালিয়ে যেতে তারা এ পথ বেছে নিয়েছেন।