দেশটা যখন
দেশটা যখন এগিয়ে যাচ্ছে
দেশের মানুষ সুফলও পাচ্ছে
তখন তুমি করছো কী?
নিজের পকেট ভরছো কী?
দুই নম্বর কাজ করছো সব
ফেলছো ভেঙ্গে ফুলের টব!
তোমার তো নেই কিছুর অভাব
তবু কেন খায় খায় স্বভাব?
থামাতে চাও উন্নয়নের ট্রেন?
মাথায় আছে কী ঘিলু বা ব্রেন?
নেতা
তিনি হলেন নেতা
কাজ তার একটাই ’জেতা’!
সিলেকশনে জেতা!
ইলেকশনে জেতা
’টপ’ শোতে জেতা
টক শো-তে জেতা
টেন্ডারে জেতা
জেন্ডারে জেতা
জিততে হলে হারতে হয়-
বলবে তাকে কে তা?
খান ভাইয়ের ইচ্ছেপূরণ
খান ভাইয়ের ইচ্ছে ছিল খুব
নিজের ছবি শোভা পাবে
নামটা যে তার পৌঁছে যাবে
রাস্তা-ঘাটে
হাঁটে-মাঠে
পাবেন আনন্দ, পাবেন সুখ
গরবে ভরবে নিজের বুক!
দেশ ছেড়েছেন সেই সে কবে
পঁচিশ বছর হয়তো হবে
ইচ্ছেটাতো আর মরেনি
প্রতিদিন স্মরণ করেন-ই!
খান ভাই তাইতো জবটা নিলেন
রিয়েল স্টেট কোম্পানিতে
বিশাল প্রপার্টি মার্কেটের-
কমিশনের ভাগটা নিতে!
খান ব্রোকার হিশেবে ভালো
খুবই ভালো তার কাজের হাত
চব্বিশ ঘন্টা ব্যস্ত থেকে
কদিনেই করলেন বাজিমাত!
পুরোন বাড়ি বেঁচলেন নতুনের দামে
কমিশন পেলেন বড় সাদা খামে!
শুধু কী আর তাই?
কীযে বলেন ভাই
’দিস প্রপাটি সোল্ড বাই মিস্টার খান’ লেখা
পুরোন বাড়ির সামনে গেলেই-
পাবেন সাইনবোর্ডটার দেখা!
সাইনবোর্ডে বিশাল ছবি খানের
বুকটা টান টান-
ইচ্ছেপূরণ হয়ে যাওয়ায়
হৃদয়ে খুশির বান!
আনন্দে তাই দুলছে খানের হিয়া
এই না হলে দেশটা অস্ট্রেলিয়া!
রিবন রায়হান। জন্মতারিখ ৬ সেপ্টেম্বর। জন্মস্থান মাগুরা জেলার পারনান্দুয়ালী। আশির দশকে ছড়া দিয়ে সাহিত্যের ভুবনে যাত্রা শুরু। সাংবাদিকতা করেছেন। অধুনালুপ্ত পাক্ষিক ‘প্রিয়মুখ’ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। বাংলাদেশ টেলিভিশন থেকে প্রথমবারের মতো প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠান ‘শুভেচ্ছা নিন’ গ্রন্থনা করেছেন একটানা পাঁচ বছর। বা্ংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড চালু হবার পর, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের প্রতিদিনের অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’ গ্রন্থনা করেছেন। কাজ করেছেন ঢাকার একসময়ের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেডে কপি রাইটার হিসেবে।
প্রকাশিত বইঃ বর্ষা মানেই মেঘের খেলা (ছড়াগ্রন্থ, কল্পদূত প্রকাশনী), রাতদুপুরে তালপুকুরে (ছড়াগ্রন্থ, মিয়াজী পাবলিকেশনস্), চৌদ্দটি কোরিয়ান গল্প (গল্পগ্রন্থ, র্র্যামন পাবলিশার্স)।
বর্তমানে স্ত্রী সুরাইয়া রায়হান এবং একমাত্র পুত্র রিতাজ আলমকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি স্থানীয় সরকার, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার একজন কর্মকর্তা। ই-মেইলঃ ribon100@yahoo.com
প্রচ্ছদে কবির কার্টুন ছবিটি এঁকেছেন আহমেদ কবির কিশোর।
বাহ্ চমৎকার!