ত্রিমাত্রা আয়োজিত অস্ট্রেলিয়া এচিভমেন্ট নাইট ২০১৯ অনুষ্ঠিত

  
    

সংবাদ বিজ্ঞপ্তি: “নারী সর্ব জয়া” স্লোগানকে সামনে রেখে ১০ নভেম্বর সন্ধ্যায় সিডনির লাকেম্বা লাইব্রেরি মিলনায়তনে ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনকের আয়োজনে ত্রিমাত্রা অস্ট্রেলিয়া এচিভমেন্ট নাইট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এর জাতীয়  সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ছোট্টমনি আদ্রিতা রহমান এবং রোহানরহমান।  এরপর ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ এর সভাপতি শিরিন আক্তার মুন্নি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এরপর মঞ্চে সিডনির গন্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। একে একে মঞ্চে আসেন ফেডারেল লেবার সংসদ সদস্য  টনিবার্ক (Member of Parliament for Watson), Mr Jihad DIB, MP, Deputy Mayor of Canterbury Bankstown Clr Bilal El-Hayek ABSCA chairman MD Jehangir Alam, National Coordinator of Shakti Australia Ltd   সাবরিন  ফারুকী,বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল এর সভাপতি এবং ত্রিমাত্রা অস্ট্রেলিয়া  ইন্ক্ এর অন্যতম উপদেষ্টা মোহাম্মদ রাশেদুল হক। ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়  এবং উপস্তিত ব্যক্তিগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন । ব্যক্তিরা ঈদ মেলা আয়োজনের পাশাপাশি   ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনকের ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার নারী, শরণার্থী নারী এবং বৃদ্ধ নারীদের নিয়ে কাজকরার ভুয়সী প্রসংশা করেন । এ সময়  ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ এর সভাপতি শিরিন আক্তার এবং সাধারণ সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন ।

এরপর নতুন প্রজন্ম নিয়ে নৃত্যকলা ডান্স স্কুল এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের এই নৃত্য শিল্পীদেরকে মূহুর্মূহু করতালির মাধ্যমে ধন্যবাদ জানান উপস্থিত সকল অতিথি বৃন্দ। নৃত্যপরিচালনায় ছিলেন শাহীন আক্তার স্বর্ণা । নৃত্য পরিবেশন করেন সাদিয়া, আরিয়ানা,সারিয়া,অঙ্গনা, আদ্রিতা এবং তাভিসা ।

প্রবাসে পারিবারিক ব্যস্ততার পরও ব্যবসা, চিকিৎসা, শিল্পকলা ও মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য ৬ নারী উদ্যোক্তাকে‘বিশেষ সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়।পদক প্রাপ্তরা হলেন ,ডাক্তার আঞ্জুমান বেগম,ড. সাবরিন  ফারুকী, রেসুরেন্ট ব্যাবসায়ীসুমি আক্তার,সংগীতশিল্পী রোকসানা বেগম , মিডিয়া ব্যক্তিত্ব   মিসেস রাহেলা আরেফিন, ব্যবসায়ী দীপ্তি পাল চৌধুরী।
এরপর সিডনির জনপ্রিয় কন্ঠশিল্পী রোকসানা বেগম ও আনিসুর রহমানের ‘সুরের মূর্ছনায় ‘মুগ্ধ করেন অতিথিদেরকে।

ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার স্পনসর প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন ল ইয়ার এর নেতৃবৃন্দ, প্রিন্টিং পার্টনার টাচ প্রিন্টিং এর কামরুলহাই,জন্মভূমি টিভির সিইও রাহেলা আরেফিনকে ফুল এবং উপহার দিয়ে ধন্যবাদ জানানো হয় । উপহার প্রদান করেন সখের থিয়েটার এর আফসানা রুচি,সরেবী লিভারপুল এর কর্ণধার সামিয়া ইসলাম এবং ব্যবসায়ী মৌটুসী ইসলাম ।

এরপর ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার আয়োজিত ঈদমেলার র্যাফেল ড্র এর বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয় ।
সবশেষে ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ এর সাধারণ সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা সমাপনী বক্তব্যে ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার ভবিষ্যৎকর্মপরিকল্পনা সম্বন্ধে আলোচনা করেন এবং সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন বাবুকে সাথে নিয়ে ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার আগামী প্রকল্প  “ঈদ সংখ্যা 2020” এর ঘোষণা দেন এবং মোড়ক উন্মোচন করেন ।
সবশেষে আমন্ত্রিত অথিতিদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয় ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments