অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২।
ইংল্যান্ডের ওভালে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩৩১ রানের বড় টার্গেট দেয় প্রোটিয়াদের। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস।
প্রথম ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়ে গিয়েছে বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দুটো ম্যাচ হেরে শূন্য পয়েন্টেই রয়েছে এখনও অবধি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিঠুন ২১, মাহমুদউল্লাহ ৪৬*, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫*; এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, ইমরান তাহির ১০-০-৫৭-২, ডুমিনি ১-০-১০-০)
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৯/৮ (ডি কক ২৩, মারক্রাম ৪৫, ডু প্লেসি ৬২, মিলার ৩৮, ফন ডার ডাসেন ৪১, ডুমিনি ৪৫, ফেলুকোয়ায়ো ৮, মরিস ১০, রাবাদা ১৩*, ইমরান তাহির ১০*; মুস্তাফিজ ১০-০-৬৭-৩, মিরাজ ১০-০-৪৪-১, সাইফ ৮-১-৫৭-২, সাকিব ১০-০-৫০-১, মাশরাফি ৬-০-৪৯-০, মোসাদ্দেক ৬-০-৩৮-০)