প্রশান্তিকা ডেস্ক : বাংলাদেশের প্রখ্যাত দলছুট ও আর্ক ব্যান্ডের পুরো সদস্যরা এখন অস্ট্রেলিয়ায়। আগামীকাল সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত হবে ডিভাইন হোমস মিউজিক ফেস্ট। এতে আরও অংশ নেবেন সময়ের জনপ্রিয় তরুণ কন্ঠশিল্পী তাসনিম আনিকা এবং সিডনির নামকরা ডিজে রাফসান। অনুষ্ঠানটির আয়োজক গ্রীনফিল্ড এন্টারটেইনমেন্ট।

দলছুটদের প্রধান ভোকাল ও গীটারিস্ট বাপ্পা মজুমদার তাঁর পুর্ণ দল নিয়ে প্রায় দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় পৌছেন। গত ৮ অক্টোবরে তারা মেলবোর্নে সঙ্গীত পরিবেশন করেন। গতকাল সন্ধ্যায় সিডনি এসে পৌছেন প্রখ্যাত শিল্পী হাসান ও তাঁর ব্যান্ড আর্ক। এরআগে সময়ের তরুণ জনপ্রিয় শিল্পী তাসনিম আনিকা সিডনি পৌঁছেছেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, শিল্পী ও ব্যান্ড কালকের শো’র জন্য পুরো প্রস্তুত। দর্শকেরা দ্রুত টিকেট সংগ্রহ করছেন। আয়োজকেরা বলছেন, এখনও যারা টিকেট সংগ্রহ করেননি তারা www.krazytickets.com থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।
