প্রশান্তিকা ডেস্ক: শুক্রবার ভোরে কন্যা সন্তানের জন্ম হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জন্মের পরপরই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাবা ইয়াসিন তাঁর মৃত কন্যাকে নিয়ে যান আজিমপুর কবরস্থানে। সেখানে দাফনের খরচ পোষাতে না পেরে মরদেহ নিয়ে যান রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। ৫০০ টাকার বিনিময়ে কবর খোঁড়ার কাজ চলছিল। তখন বাবা ও যারা কবর খোঁড়ার কাজ করছিলো দেখল মৃত শিশুটি নড়েচড়ে উঠে কেঁদে দিলো। এরপর ছুটে আসেন শিশুটির বাবা ইয়াসিন, তাকে নিয়ে যান ঢাকা মেডিকেল হাসপাতালে। ইয়াসিন যখন তাঁর কন্যা সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন, তখন তাকে দেওয়া মৃত ঘোষণা করা সনদ পত্রটি তাঁর কাছ থেকে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন, শিশুটি ভালো আছে। তাকে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। কেন এমন হয়েছে ? এটিতে কোন গাফলতি আছে কিনা ?