প্রশান্তিকা ডেস্ক: নিউ সাউথ ওয়েলস রাজ্যের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো Australia Bangladesh Relief Disaster Committee (BADRC)। এই সংগঠনটি অস্ট্রেলিয়া ও বাংলাদশের বেশ ক’টি প্রাকৃতিক দুর্যোগে সাহায্যর হাত বাড়িয়ে দিয়ে ইতোমধ্যে সকলের দৃষ্টি কেড়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এবছর অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান Vinnies এর সাথে সম্পৃক্ত হয়ে তারা দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে। অস্ট্রেলিয়ায় যেকোন প্রাকৃতিক দূর্যোগে ভিনিস সর্বক্ষণ পাশে দাঁড়ায়। এবারের ভয়াবহ দাবানলে আক্রান্ত এলাকার ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ছাড়াও দমকল কর্মী ও ভলানটিয়ারদেরও পাশে দাঁড়ানো হবে।
বাংলাদেশ অস্ট্রেলিয়া রিলিফ কমিটির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশী ছাড়াও দেশে ও বিদেশের নাগরিকদের মুক্ত হস্তে দান করতে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে সংগঠনের জেনারেল সেক্রেটারী আফসার আহমেদকে 0431636782 অথবা জয়েন্ট সেক্রেটারী নির্মাল্য তালুকদারকে 0401227529 নাম্বারে অথবা যেকোন নির্বাহী সদস্যের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
আগ্রহীদের পোস্টারে দেয়া কমনওয়েলথ ব্যাংকের একাউন্টে সাহায্য পাঠাতে অনুরোধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি।