প্রশান্তিকা ডেস্ক: সিডনি তথা নিউ সাউথ ওয়েলস রাজ্যের বনভূমি আগুনে পুড়ছে প্রায় ৪ মাস ধরে। নজিরবিহীন এই ভয়াবহ অগ্নিকান্ডে শত শত বাড়ি পুড়ে গেছে, বিশের অধিক মানুষ ও দমকল কর্মী ও কোটি কোটি জীবজন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে অবিরাম কাজ করে যাচ্ছে দমকল কর্মীরা। তাদের এবং ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালো অস্ট্রেলিয়ার বাঙালী কমিউনিটির জনপ্রিয় রেডিও ও অনলাইন প্লাটফর্ম গান বাকশো। তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িতে দিয়েছে সিডনির কাম্বারল্যান্ড কাউন্সিল রেডিও। ১৮ জানুয়ারীর মধ্যে ৮ হাজার পানির বোতল সংগ্রহের লক্ষ্য নিয়ে এগুচ্ছে গান বাকশো। তারা সংগৃহীত বোতলগুলো আক্রান্ত স্থানে পৌঁছে দেবার আশ্বাস দিচ্ছেন।
গান বাকশো’র পক্ষ থেকে আ্যলভিন সৌর পান্ডে প্রশান্তিকাকে জানান, ইতোমধ্যে সিডনি, প্যারামাট্টা, হিলস্ ডিস্ট্রিক সহ বিভিন্ন এলাকা থেকে তারা বেশ সাড়া পাচ্ছেন। তিনি জানান, সংগৃহীত বোতলগুলো স্যালভেশন আর্মির এমারজেন্সী সদস্যরা আক্রান্ত এলাকায় পৌঁছে দেবেন। অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ড, ভারত ও আমেরিকা থেকেও সাহায্য আসছে। আগ্রহীদের নিচের দুটি লিংকে গিয়ে গান বাকশো’র আহবানে সাড়া দিতে অনুরোধ করা হচ্ছে।
donation link:
https://www.gofundme.com/f/bushfire-firefighter-victim-food
or can transfer money to :
Gaan Baksho
BSB 302162
ACC: 1084875
or can deliver to Alive 90.5 FM Studio – Building 9/92 Seven Hills Rd, Baulkham Hills NSW 2153.
সংবাদ বিজ্ঞপ্তি।