সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য শুধু ড্রাইভার একা দায়ী না। দুর্ঘটনা নানা কারণে ঘটে। এখানে যে যে কারণগুলো আছে, সেগুলো দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনলে মালিক-শ্রমিকদের কোনো আপত্তি থাকবে না।’ তিনি সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রধান।
শাজাহান আরও খান বলেন, ‘আমার নিজেরও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। আমি মনে করি এই দুর্ঘটনার কারণ তদন্তের পর যে দায়ী হবে; সেজন্য যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ীই ব্যবস্থা হবে। কেউ প্রতিবাদ করবে না।’
গত মঙ্গলবার ঢাকার বারিধারার পাশে নদ্দা এলাকায় একটি বাসের চাপায় মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির ছাত্র আবরার। এরপরে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন তার সহপাঠীরা। দিনভর তাদের বিক্ষোভে প্রগতি সরণি দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরদিন বিইউপি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, বাড্ডাসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।