দেবী । কান্তি ভূষণ তরফদার

  
    

দেবী

আশ্বিনের এই শারদ-সকাল তোমার পূজার লগ্ন।
ঐ পূজারীর মতোই আমি তোমার পূজোয় মগ্ন।
জানি দেবী, অবহেলায় ঠেলবে পায়ে আমার হৃদয়-মাল্য।
তবুও কে হৃদয় মাঝে প্রেমের প্রদীপ জ্বাললো?
তুমিই তো সেই অপ্সরী মোর, স্বর্গ থেকে নামলে।
আমার হৃদয় প্রাসাদ পথে নম্র পায়ে থামলে।
শিউলি ফুলের সুবাস শুধুই আমার পূজার অর্ঘ্য।
সেই সুবাসেই ভরবে জানি তোমার ফুলেল স্বর্গ।
তোমার চোখের চাউনি জুড়ে আমার উদাস দৃষ্টি।
মন্ত্র ভুলে করছি শুধুই নতুন শ্লোক সৃষ্টি!

শিউলি

যেমন ঝরেছে শারদ হাওয়ায় ভোরের শিউলি ফুল,
তেমনি দুলেছে দুরুদুরু বুকে তোমার কানের দুল।
সুবাসে সুবাসে ভরেছে তোমার সর্পিল কালো বেণী।
দেখো আশ্বিনে স্বাগত জানায় শারদ শিউলি-শ্রেণী।
শিউলি পাতায় শিশিরের স্বর শুনেছে কি তব কান?
পেয়েছো কি প্রিয়, আমার হৃদয়ে ফোঁটা শিউলির ঘ্রাণ?
তুমিতো আমার শারদ-প্রতিমা; হৃদয়ের বেদীমূলে
তোমাকে পূজেছি প্রভাতী প্রহরে শুভ্র শিউলি ফুলে।


কান্তি ভূষণ তরফদার
সহকারী পরিচালক, বাংলা নাটক
ঢাকা, বাংলাদেশ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments