নক্ষত্র আবরারকে.. -জাকির হোসেন রুমী

  
    

চারিদিকে বসন্ত মনটা অশান্ত
ফুলকে পুড়িয়ে ফেলে চেতনার প্রখর প্রদীপ
নিত্য নতুন সত্যের কারিগরে ঠাসা দেশটা
সুন্দর মোড়কে ধোঁকা ভর্তি সত্যের ভাণ্ডারে ভীড়
রিক্সা চালক মুড়ি বিক্রেতার ছেলেরা কিনে নেয়
মায়েদের সমস্ত জমানো টাকা দিয়ে।
রাতভর চলে চেতনার বোতল পান
মানব দেহে আসে দানবের শক্তি।
আমিই ঈশ্বর নিজ তন্ত্রই পরমত
আকাশের বুকচিড়ে ভূপাতিত করি জ্বলজ্বলে নক্ষত্র আবরারকে….

প্রচন্ড ধাক্কায় নেশা কাটে
চেতনার আমি ছিলাম অবচেতন!
১৩.১০.২০১৯, রবিবার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments